ক্যারিয়ার

বেকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরি দিচ্ছে ইউনিলিভার

বেকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে তাদের চাকরি দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশ। এজন্য প্রতিষ্ঠানটি ইউনিলিভার ফ্রন্টলাইনার্স একাডেমি (ইউএফএ) প্রতিষ্ঠা করেছে।

এ একাডেমিতে দশম শ্রেণি পড়া তরুণরাও প্রশিক্ষণ নিতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনিলিভার বাংলাদেশ।

বহুজাতিক কোম্পানিটি জানায়, এ একাডেমিতে প্রথম ব্যাচে ৩৬ জনকে প্রশিক্ষণ দিয়ে উত্তীর্ণ ৩৪ জনকে চাকরিও দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর খিলগাঁওয়ে একাডেমির প্রথম ব্যাচে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়, যাদের ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর লাইনে চাকরি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, গত ১০ অক্টোবর প্রশিক্ষণের প্রথম ব্যাচের কার্যক্রম শুরু করা হয়। এ ব্যাচে ৭০ জনের আবেদন থেকে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে ৩৬ জনকে নির্বাচন করা হয়।

এরপর দুই সপ্তাহ ব্যবসায়িক বোঝাপড়া, চ্যানেল ব্যবস্থাপনা, ইনসেন্টিভ প্রোগ্রাম, মার্চেন্ডাইজিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের জন্য সরাসরি মার্কেট পরিদর্শন করানো হয়। আরও ৪৩ জনকে নিয়ে জয়পুরহাট জেলায় একাডেমির দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে তিন মাস পরপর প্রশিক্ষণ দেওয়া হবে। দেশে সফলতার ভিত্তিতে পাকিস্তান ও আফ্রিকার অনেক দেশে কর্মসূচিটি চালুর উদ্যোগ নিয়েছে ইউনিলিভার বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর তানজিন ফেরদৌস বলেন, “ইউনিলিভার ফ্রন্টলাইনার্স একাডেমি নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে। কর্মক্ষেত্রে প্রবেশের আগেই তারা বাস্তব কাজের প্রাথমিক ধারণা ও চাকরির অভিজ্ঞতার নিতে সক্ষম হচ্ছেন।”

অনুষ্ঠানে সিনিয়র টেরিটরি ম্যানেজার মুশফিক শাহরিয়ার, সিডি অ্যান্ড ডিএফএফ ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আহসানুল কবির পলাশ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twelve =

Back to top button