বেনাপোল বন্দর দিয়ে আড়াই মাস পর আমদানি-রফতানি শুরু
রোববার বিকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর ট্রাকচালকরা বেনাপোল বন্দরে পণ্য নিয়ে প্রবেশ করছে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ২৩ মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমদানি-রফতানি চালু করতে ভারতের কেন্দ্রীয় সরকার বারবার চিঠি দিলেও পশ্চিমবঙ্গ করোনার রেড জোন থাকায় তৃণমূল সরকার আমদানি-রফতানির অনুমতি দেয়নি।
ভারতে চতুর্থ দফা লকডাউন চালুর পর কেন্দ্রীয় সরকার বেশকিছু ক্ষেত্রে আনলক অন পদ্ধতি চালু করে। সে সুবাদে পশ্চিমবঙ্গ সরকার ও পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠনের নেতারা দফায় দফায় বৈঠক করে আমদানি-রফতানি শুরুর সিদ্ধান্ত নেন।
রোববার বিকাল পর্যন্ত ২৪ ট্রাক মালামাল ভারত থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।
বেনাপোল বন্দরের পরিচালক মামুন তরফদার জানান, রোববার বিকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই ট্রাকচালক ও হেলপাররা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছে।