বেসবাবা সুমন ও তার ছেলে করোনায় আক্রান্ত
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’ ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ‘বেসবাবা’ সুমন নামে খ্যাত। তার ছেলে আহনাফ সালেহীন খালেদও করোনায় আক্রান্ত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সুমন নিজেই তার অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করে লেখেন, ‘আহনাফ ও আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গায়ক-গীতিকার-সংগীতশিল্পী সুমন বর্তমানে প্রায় এক দশক ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন এবং বিদেশেও তার চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে সুমন তার রক সংগীতের জীবন শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সের মধ্যে অনেকগুলো ব্যান্ডে বেস বাজানোর সৌভাগ্য হয় তার। ১৯৯৭ সালে তিনি সেই সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে যোগ দেন।
দুই বছর ওয়ারফেজে বাজানোর পর, ১৯৯৯ সালে নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন তিনি। অ্যালবামটি অনেক জনপ্রিয়তা পেলে, সে বছর অর্থহীন ব্যান্ডের যাত্রা শুরু করেন সুমন।
বাংলাদেশের অন্যতম সেরা এই বেইজ গিটারিস্ট নিজের প্রকৃত নামের চেয়ে সংগীত জগতে বেসবাবা সুমন নামে বহুল পরিচিত। ২০১৩ সাল থেকে লড়াই করছেন তিনি ক্যান্সারের সঙ্গে। তবু গানকে জড়িয়ে আছেন ভালোবাসায়।