Lead Newsশিল্প ও বাণিজ্য

বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৫০.৭৩ শতাংশ

দেশে ২০১৮-১৯ অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৮৯ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৫০ দশমিক ৭৩ শতাংশ বেশি।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগীয় কার্যক্রমের ওপর ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষে (বেপজা) ২০১৮-১৯ অর্থবছরে এফডিআই আসে ৩৩৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বেপজার আওতায় ইপিজেডে ১৯ হাজার ৫৪৮ বাংলাদেশির কর্মসংস্থান হয়।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশি প্রবাসীরা ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন এবং এ সময় ৬ লাখ ৫৯ হাজার ১২৯ বাংলাদেশি বিদেশে চাকরি পান।

সভায় জানানো হয়, ২৩টি একনেক সভায় মোট ৩১৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) ১ লাখ ৬৬ হাজার ৬৫৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ১ হাজার ৯৭৮টি প্রকল্পের মধ্যে বরাদ্দের ৯৪ দশমিক ৩৬ শতাংশ ব্যয় হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২১৮-২০১৯ অর্থ বছরে ৩৪৫টি প্রকল্পের মধ্যে ৩১৭টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

বৈঠক শেষে, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বার্ষিক প্রতিবেদনসহ তিনটি এজেন্ডা মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচিত হয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে আজারবাইজানের সঙ্গে একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে গত ৯ থেকে ১৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চস্তরের রাজনৈতিক ফোরামে পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =

Back to top button