ভাইরাল

বৈরুত বিস্ফোরণ : ছেলেকে বাঁচাতে বাবার চেষ্টা (ভিডিওসহ)

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। গতকাল মঙ্গলবার ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

ভয়ঙ্কর ওই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল বহুদূর পর্যন্ত শোনা যায় সেই শব্দ। কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা আকাশ। এমনকি আশেপাশের বহু বাড়িতে আগুন ধরে যায় এই ঘটনার পর। আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এই বিস্ফোরণের আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন বৈরুতের লোকজন। কীভাবে নিজে বাঁচবেন এবং প্রিয়জনকে বাঁচাবেন তা বুঝে উঠতে পারছিলেন না। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রথম বিস্ফোরণের পর ছেলেকে নিয়ে বেলকনির দিকে দাঁড়িয়ে ঘটনা বুঝার চেষ্টার করছেন বাবা। দ্বিতীয় বিস্ফোরণ হতেই ছেলেকে জড়িয়ে থাকেন তিনি। ছেলেকে জড়িয়ে প্রথমে রুমের ভেতরে একটু আড়ালে চলে যান। পরে চেয়ার সরিয়ে ছেলেকে নিয়ে টেবিলের নিচে ঢুকে পড়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Back to top button