প্রকৃতি ও জলবায়ূ

ব্যাঙের নতুন প্রজাতির সন্ধান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দু’জন শিক্ষার্থী একটি নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছেন। তারা হলেন, প্রাণিবিদ্যা বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী হাসান আল রাজি চয়ন এবং একই বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মার্জান মারিয়া। ব্যাঙটির নাম রাউর্চেস্টাস রাজাখানি (Raorchestes razakhani) দেওয়া হয়েছে।

পুরো গবেষণা কাজটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবির বিন মোজাফফর। গবেষণা সূত্রে জানা যায়, তারা ২০১৯ সালের এপ্রিল-মে মাসে মৌলভীবাজার জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আদমপুর সংরক্ষিত বন থেকে ১৮ থেকে ২২ মিলিমিটার আকৃতির ছোট কিছু ব্যাঙ সংগ্রহ করেন। ব্যাঙগুলোর শারীরিক গঠন, ডিএনএসহ নানান পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় একটি ব্যাঙ রাউর্চেস্টাস। যে ব্যাঙটি এর আগে আবিষ্কার করা হয়নি।

ব্যাঙটির আবিষ্কারের বিষয়ে জানতে চাইলে প্রাণী গবেষক হাসান আল রাজি চয়ন বলেন, ব্যাঙটি সংগ্রহের পর আমরা নানান পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি এই ব্যাঙটি সম্পর্কে আগে কোনো তথ্য কোথাও প্রকাশ হয়নি। ব্যাঙটির নামকরণ সম্পর্কে তিনি বলেন, আমরা ব্যাঙটির নাম দিয়েছি বাংলাদেশের বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ড. আলী রেজা খানের নাম অনুসারে।

বাংলাদেশের বন্যপ্রাণীর গবেষণা ও সংরক্ষণে ড.আলী রেজা খানের ভূমিকা অপরিসীম। হাসান আল রাজি চয়ন বলেন, ‘ব্যাঙটি সম্পর্কিত গবেষণাপত্রটি অতি শিগগিরই আমেরিকান বিখ্যাত জার্নাল জোয়াকেইস এ প্রকাশিত হবে।’ এই আবিষ্কারকে তিনি দেশবাসীকে মুজিববর্ষের উপহার হিসেবে দিতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =

Back to top button