বয়স্কদের জন্য সুখবর নিয়ে এলো অক্সফোর্ডের টিকা
করোনা আক্রান্ত বয়স্ক রোগীদের জন্য সুসংবাদ নিয়ে এলো অক্সফোর্ডের প্রক্রিয়াধীন টিকা। এই টিকা বয়স্কদের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি গড়তে সক্ষম বলে দাবি করেছে অক্সফোর্ড ও তার সহযোগী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালের পর সেই দাবি আরও জোরালো করল এই সংস্থা।
বৃহস্পতিবার ল্যানসেট মেডিকেল জার্নালে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রাথমিক রিপোর্টের পর দেখা গেছে, বয়স্কদের ক্ষেত্রে এবং যাদের কো–মর্বিডিটি আছে, তাদের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি গড়তে সক্ষম এই টিকা।
অক্সফোর্ড টিকার দ্বিতীয় ক্লিনিক্যাল ট্রায়ালের পর দাবি করা হয়েছে, বয়স্ক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি তৈরি করতে সক্ষম এই ভ্যাকসিন। সমীক্ষায় বলা হয়েছে, ৫৬০ জনের মধ্যে পরীক্ষা চালানো হয়েছিল। যাদের মধ্যে ২৪০ জনের বয়স ৭০ এর বেশি। ফলাফলে দেখা গেছে ১৮–৫৫ বয়সীদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত করোনার জেরে ৬০ এর বেশি বয়সী যারা মারা গেছেন, তাদের বেশিরভাগেরই কো–মর্বিডিটি ছিল। তাই পরীক্ষার ফল কিছুটা স্বস্তি দিচ্ছে।
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার পক্ষে অ্যাঞ্জেলা মিনাসিয়ান বলেছেন, ‘বয়স্কদের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি তৈরি করাই ছিল চ্যালেঞ্জ। যা কাজ দিয়েছে। আশা করছি প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই ভ্যাকসিন একইভাবে কার্যকর হবে।’
অক্সফোর্ডে টিকার আগে সম্প্রতি তিনটি টিকার অগ্রগতি সম্পর্কে জানা গেছে। এগুলো হলো ফাইজার-বায়োএনটেক, স্পুতনিক ও মডার্না। ফাইজারের তৈরি করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়েছে। এই টিকায় উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি বলে দাবি ফাইজারের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক বহুজাতিক ওষুধ কোম্পানি মডার্না ইনকরপোরেশন গত সোমবার জানায়, তাদের তৈরি টিকা করোনা ঠেকাতে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। আর রাশিয়ার দাবি, তাদের তৈরি স্পুতনিক টিকার কার্যকারিতা ৯০ শতাংশের বেশি। প্রক্রিয়াধীন এসব টিকা বিশ্বকে আশা দেখাচ্ছে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে টিকার সফলতার দিকে।