আন্তর্জাতিককরোনাভাইরাস

ভাইরাস সংক্রমণরোধে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ার পরামর্শ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুয়েতে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মসজিদগুলো থেকেও ঘরে বসেই নামাজ আদায়ের জন্য আহ্বান জানানো হচ্ছে বলে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, কুয়েতে এরইমধ্যে শতাধিক ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় শুক্রবারের জুমার নামাজসহ সব ধরনের জামাতে নামাজ আদায় স্থগিত করেছে।
দেশটির মুয়াজ্জিনরা আযান-এ কিছুটা পরিবর্তন এনেছেন জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ‘হায়া আলা আল-সালাহ’ (নামাজের জন্য এসো) এর জায়গায় ‘আল সালাতু ফি বুয়ুতিকুম’ (ঘরে নামাজ আদায় কর) বলছেন তারা।
জামাতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞার পরেও মুয়াজ্জিনরা মসজিদের মাইকে ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে যাবেন।
এই আযানের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেও গালফ নিউজ জানিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, কুয়েতই একমাত্র আরব দেশ নয় যারা নভেল করোনাভাইরাসের কারণে জামাতে নামাজ আদায় নিষ্দ্ধি করেছে। এর আগে ইরাক ও ইরানে শুক্রবারের জামাত নিষিদ্ধ করা হয়। সৌদি আরবে এখনও জামাতে নামাজ পড়া চললেও অনেক সতর্কমূলক ব্যবস্থা মেনে চলতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =

Back to top button