আন্তর্জাতিক

ভারতের নাগরিকত্ব সনদ নেই খোদ মোদির!

 ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কম জল ঘোলা হয়নি। গেল সপ্তাহে রাজধানী দিল্লিতে সংশোধিত আইনটির বিরোধী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো দুই শতাধিক মানুষ।

অথচ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই তাঁর কোনো নাগরিকত্ব সনদ নেই। তিনি মূলত জন্মসূত্রে ভারতের নাগরিক। ভারতীয় তথ্য অধিকার আইনে (আরটিআই) মোদির নাগরিকত্ব নিয়ে করা এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)।

চলতি বছরের ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে ভারতীয় এক নাগরিক আরটিআই-এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না জানতে চান।

তারই উত্তরে পিএমওর সচিব প্রবীণ কুমার বলেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ধারা ৩ অনুযায়ী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। আর এ কারণে তাঁর নিবন্ধনের মাধ্যমে প্রাপ্ত নাগরিকত্ব সনদ রয়েছে কি না, সেই প্রশ্নই ওঠে না।’

তবে নরেন্দ্র মোদির নাগরিকত্বের প্রশ্নে প্রধানমন্ত্রী কার্যালয়ের এমন জবাবকে ‘অস্পষ্ট’ বলেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট ও হায়দরাবাদের উর্দুভাষী পত্রিকা সিয়াসাত।

এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একাধিকবার জানানো হয়, ২০১১ ও ২০১৫ সালের জাতীয় জনগণনা পঞ্জি অনুসারে যাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে শুধু তাঁরাই ভারতের নাগরিক বলে বিবেচিত হবে। অন্যদিকে, এই পরিচয়পত্র যাদের কাছে পাওয়া যাবে না তাঁরা ভারতের নাগরিক নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =

Back to top button