ক্রিকেট

ভারতের বিপক্ষে রুটের ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরি

খেলতে নামলে যেন সেঞ্চুরি করেই উঠতে হবে। শতককে অনেকটা নিয়মে পরিণত করেছেন। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিন খেলায় টানা সেঞ্চুরি করেছেন জো রুট।  সেঞ্চুরি যেন তার কাছে ডালভাত।

নটিংহ্যাম (১০৯), লর্ডস (১৮০*) এবং সবশেষ হেডিংলিতে (১২১) সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়েছেন ইংল্যান্ড দলের এ অধিনায়ক।

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ১০০ ইনিংসে সবচেয়ে বেশি ১২টি টেস্ট সেঞ্চুরি করেছেন রুট। তার সমান সেঞ্চুরি করতে সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক খেলেছেন ১১১ ইনিংস।

ইংল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি করেছেন জো রুট। এর আগে ১৯৪৭ সালে ৬টি সেঞ্চুরি করেন ডেনিস কম্পটন। তবে ২০০৬ সালে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৯টি সেঞ্চুরি করেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ১৩৭৭ রান করেছেন জো রুট। ২০১৫ সালে অ্যালিস্টার কুক করেন ১৩৬৪ রান।

ভারতের বিপক্ষে চলমান সিরিজের আরও দুটি টেস্ট এবং ডিসেম্বরে অ্যাশেজের তিন টেস্ট মিলে এই বছরআরও ৫টি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন জো রুট। শারীরিকভাবে ফিট থাকলে হয়তো আরও অনেক রেকর্ডের মালিক হবেন ইংল্যান্ডের এ অধিনায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =

Back to top button