ভারতের রাষ্ট্রপতি ভবনে একজন করোনায় আক্রান্ত, আইসোলেশনে শতাধিক
ভারতের রাষ্ট্রপতি ভবনের একজন পরিচ্ছন্নতা কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সতর্কতার অংশ হিসেবে ওই ভবনে কর্মরত প্রায় ১’শ জনকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।
রাষ্ট্রপতি ভবন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। আর ভবনের অন্য কর্মীদের দিল্লির একটি আইসোলেশন সেন্টারে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত পরিচ্ছন্নতা কর্মী ছাড়া অন্য কর্মীদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০১ জনে এবং মারা গেছেন ৫৯০ জন। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।