ভারতে আবারো দৈনিক মৃত্যু ৪ হাজার ছাড়াল
করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভারতে গত ২৪ ঘণ্টায় আবারো চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল তিন হাজার ৮৭৯ জন।
তবে রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর সংখ্যা বাড়লেও নতুন করে করোনায় আক্রান্ত সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে তিন লাখ ১০ হাজার ৮২২ জন। আগের দিন এই সংখ্যা ছিল তিন লাখ ২৬ হাজার ১২৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৬৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৭০ হাজার ৩১৯ জন।
এশিয়া মহাদেশের ৪৯টি দেশের মধ্যে এই সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। মৃত্যুর হিসাবে দেশটি শীর্ষ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার