আন্তর্জাতিক

ভারতে পাঠ্যসূচি থেকে গণতান্ত্রিক অধিকার, ধর্ম নিরপেক্ষতার অধ্যায় বাদ

ভারতের জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে গণতান্ত্রিক অধিকার, ভারতে খাদ্য সুরক্ষা, ফেডারেলিজম, নাগরিকত্ব ও ধর্ম নিরপেক্ষতার মতো মূল অধ্যায়গুলো।

একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে ‘ভারতের সম্পর্ক : পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার’ নামে অধ্যায়টিও ভারতের পররাষ্ট্র নীতিবিষয়ক পঠনপাঠন থেকে বাদ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

সিবিএসই বলছে, বিশ্ব করোনাভাইরাস মহামারি নিয়ে লড়ছে। এই পরিস্থিতির কারণে ২০২০-২১-এর পাঠ্যক্রম এক-তৃতীয়াংশ কমানো হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমও সংশোধন করেছে বোর্ড।

করোনাভাইরাস সংকটের কারণে সিলেবাসের এই কাটছাঁট। শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে সিবিএসইর জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম থেকে তাই গণতান্ত্রিক অধিকার, ভারতে খাদ্য সুরক্ষা, ফেডারেলিজম, নাগরিকত্ব এবং ধর্ম নিরপেক্ষতার মতো মূল অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে।

এদিকে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে ফেডারেলিজম, নাগরিকত্ব, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার অধ্যায়গুলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + two =

Back to top button