Lead Newsকূটনীতি

ভারতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ইমরান

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মোহাম্মদ ইমরানকে ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

হাইকমিশনার মনোনীত ইমরান একজন পেশাদার কূটনীতিক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৬ ব্যাচের সদস্য বলে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বর্ণাঢ্য কূটনৈতিক পেশাজীবনে ইমরান উপহাইকমিশনার হিসেবে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে দায়িত্বে থাকার পাশাপাশি জেদ্দা, বন, বার্লিন ও অটোয়াতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

তিনি ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর স্থলাভিষিক্ত হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Back to top button