ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নতির জন্য ভারতকেই উদ্যোগী হতে হবেঃ ইমরান
ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি করতে চাইলে প্রথমে ভারতকেই উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
নিরাপত্তাবিষয়ক দুদিনের এক সম্মেলনে দেশটির রাজধানী ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ডনের।
পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতকে এখন ঘুরপথে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হচ্ছে। কিন্তু তারা (ভারত) শান্তি বজায় রাখলে সরাসরিই সেটি সম্ভব।
এতে জ্বালানির খরচ যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে। ফলে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে।
ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতিতে কাশ্মীর সমস্যাই প্রধান অন্তরায় বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। জাতিসংঘের রেজ্যুলেশন অনুযায়ী কাশ্মীরিদের অধিকার ভারতের ফিরিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন ইমরান খান।
তিনি বলেন, জাতিসংঘের রেজ্যুলেশন অনুযায়ী কাশ্মীরিদের অধিকার নিশ্চত হলে তা দুই প্রতিবেশী দেশের জন্যই ভালো হবে।