আইন ও বিচারজাতীয়

ভার্চুয়াল কোর্টে সারাদেশে ১০ দিনে ২১ হাজার আসামির জামিন

করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে সারা দেশের বিচারিক আদালতে গত ১০ দিনে ৩৩ হাজার ২৮৭টি আবেদনের শুনানি নিয়ে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

এর আগে গত ১০ মে দেশের বিচারিক আদালতগুলোতে শুধু আসামিদের জামিন আবেদন শুনানির নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সেই নির্দেশ অনুসারে গত ১২ মে সারা দেশের বিচারিক আদালতে ১৪৪ জন, ১৩ মে ১ হাজার ১৩ জন, ১৪ মে ১ হাজার ৮২১, ১৭ মে ৩ হাজার ৪৪৭ জন, ১৮ মে ৩ হাজার ৬৩৩ জন, ১৯ মে ৪ হাজার ৪২ জন, ২০ মে ৪ হাজার ৪৮৪ জন, ২৭ মে ৮৭৬ জন এবং ২৮ মে ১ হাজার ৪৭৭ জন আসামিকে জামিন দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =

Back to top button