ভিপি নুরকে গ্রেপ্তারের দাবিতে ঢাবি ছাত্রীর অনশন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর এবং তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে বসেছেন নারী নির্যাতনের দুই মামলা করা সেই ঢাবি শিক্ষার্থী ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এই অনশন শুরু করেন ওই শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হয়েছেন তার সহপাঠীরাও।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই’, ‘স্টপ ক্রাইম অন ওমেন’সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
অনশনরত শিক্ষার্থী বলেন, ওই ঢাবি শিক্ষার্থী বলেন, ‘মামলা হয়েছে অনেক দিন আগে। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এ আন্দোলন করছি, তা অব্যাহত থাকবে।’
‘মামলা করার পর আমি তদন্তকারী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তিনি বলছেন, আসামিরা অনেক চতুর, তাই তিনি ধরতে পারছেন না।’
অনতিবিলম্বে ধর্ষণে জড়িত অপরাধী ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।