Lead Newsআন্তর্জাতিক
ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ
ভূমিকম্পে ফের কেঁপে উঠল কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকা। ভারতের স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।
দেশটির ন্যাশনাল সেন্টার সিসমোলজি (এনসিএস) জানায়, কার্গিল থেকে ৪৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই কম্পন আঘাত হানে।
ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠেছিল লাদাখের কার্গিল। ওইদিন রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
সূত্র : দ্য ইকোনমিক টাইমস