Lead Newsজাতীয়রাজনীতিসরকার

ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না, বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না। দেশে ভোট চুরির কালচার কে শুরু করেছেন? এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘হ্যাঁ’ ‘না’ ভোটের মাধ্যমে ভোট চুরির কালচার শুরু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

তাঁর মতে, ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না। যারা ভোট চুরি করে সেই সরকারকে কিভাবে উৎখাত করতে হয় সেটা জনগণ জানে। ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না।

শেখ হাসিনা বলেন, বিএনপি এক আসনে তিন প্রার্থী দেয়, তারা জিতবে কীভাবে? আমার কাছে বিএনপির দুইজন নেতা অভিযোগ করে বলেছেন নমিনেশনের জন্য টাকা চেয়েছেন তারেক রহমান। যে দলের এই অবস্থা তারা কিভাবে গণতন্ত্র উদ্ধার করবে?

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার চেতনায় বিশ্বাস করতেন না। তিনি এ দেশে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ইতিহাস বিকৃত করেছিলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের স্বাধীনতার ভাষণ, জয় বাংলা স্লোগান তিনি নিষিদ্ধ করেছিলেন। বাংলাদেশের কয়েক প্রজন্ম স্বাধীনতার ইতিহাস জানতেই পারে নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

Back to top button