ভোট না দিলে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি!
নৌকায় ভোট না দিলে কবর দিতে দেয়া হবে না হুমকির পর এবার ঘোড়া প্রতীকে ভোট না দিলে শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। আর তাও কক্সবাজারের উখিয়া উপজেলার ঘটনা।
অভিযোগ উঠেছে, উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোছাইন চৌধুরীর জন্য ভোট চাইতে গিয়ে কয়েকজন স্কুলশিক্ষকে এমন হুমকি দিয়েছেন।
আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোছাইন চৌধুরী মাদারবনিয়া জুনিয়র হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি। তবে তিনি এমন অভিযোগ অস্বীকার করেছেন।
স্কুলটির কয়েকজন শিক্ষক স্কুল পরিচালনা কমিটির সভাপতির পক্ষে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে নির্বাচনী কর্মকর্তার নিকট। বিষয়টি নিয়ে ইউনিয়নটির ৮ ও ৯নম্বর ওয়ার্ডের ছাত্র-ছাত্রী ও অভিভাকবৃন্দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে শাহ আমিন চৌধুরী নামে অপর এক চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেছেন, স্কুলের সহকারী শিক্ষক এস্তাফিজুর রহমান সিকদার, মিজানুর রহমান, সহকারী শিক্ষিকা শাহেদা বেগম ও আমেনা বেগম ঘোড়া প্রতীক বহন করেই নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ভোট না দিলে শিক্ষার্থীদের বের করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন।
তবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন জালিয়াপালং উপকূলীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোক্তার আহমদ। তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ের কোনো শিক্ষক এ ধরণের কাজে জড়িত নেই।’
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ইরফান উদ্দিন বলেন, কোনো প্রার্থীর পক্ষে শিক্ষকরা যদি প্রচারণায় কিংবা শিক্ষার্থীদের হুমকি দিয়ে থাকে এটা আইনত অপরাধ।
এরআগে, মঙ্গলবার হলদিয়া পালং ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শাহ আলম নির্বাচনী অফিস উদ্বোধনকালে নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন।