Lead Newsদেশবাংলা

ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেল রংপুরের শতরঞ্জি

জামদানির পর ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেল রংপুরের শতরঞ্জি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তর (ডিপিডিটি) এ স্বীকৃতি দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর অফিসার্স ক্লাবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরের (ডিপিডিটি) উদ্যোগে আয়োজিত ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেধাসম্পদ’ শীর্ষক সেমিনার ও বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২১ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানের (এনডিসি) হাতে স্বীকৃতির সনদ তুলে দেন।

ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ‘রংপুরের শতরঞ্জি’ নিবন্ধনের জন্য ২০১৯ সালের ১১ জুলাই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরে আবেদন করে।

সে পরিপ্রেক্ষিতে ২০২০ সালের নভেম্বর  মাসে ‘বাংলাদেশ ফর্মস অ্যান্ড পাবলিকেশন্স অফিস’ তেজগাঁও, ঢাকা (GI Journal NO-07) এ রংপুরের শতরঞ্জির জার্নাল প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে শতরঞ্জির ভৌগোলিক নির্দেশক সনদ দেয় ডিপিডিটি।

বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ‘জামদানি’ নিবন্ধিত হয়েছিলো এর আগে।
শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

ডিপিডিটির ডেপুটি রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন । শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম এবং মো. সানোয়ার হোসেন  মূল প্রবন্ধের উপর আলোচনা করেন। ডিপিডিটির রেজিস্ট্রার মো. আবদুস সাত্তার এতে স্বাগত বক্তব্য প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + nine =

Back to top button