রাজনীতি

মওদুদের মৃত্যুতে বসুরহাটে তিন দিনের শোক ঘোষণা করলেন কাদের মির্জা

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র উবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা। একই সঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌরসভায় তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।

স্ট্যাটাসে কাদের মির্জা লিখেছেন ‘কোম্পানীগঞ্জের কৃতিসন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হলো। তাই আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার বসুরহাট বাজারের সব ব্যবসায়ীকে কালো পতাকা উত্তোলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে
আবদুল কাদের মির্জা
মেয়র,বসুরহাট পৌরসভা।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রবীণ আইনজীবী মওদুদ আহমদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মওদুদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 7 =

Back to top button