করোনাভাইরাসজাতীয়

মধ্যবিত্তদেরকেও খাদ্যসহায়তার আওতায় আনা হয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

শুধু নিম্নবিত্ত শ্রেণি নয়, তাদের পাশাপাশি মধ্যবিত্তদেরও খাদ্য সহায়তা আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করোনা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা বিতরণকালে তিনি বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে, সরকারের পক্ষ থেকে সর্বত্র মানবিক খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিল্প প্রতিমন্ত্রী নিজের পক্ষ থেকে বুধবার ২০০ পরিবাররকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, একপিস হ্যান্ড স্যনিটাইজার ও একটি সাবান বিতরণ করেন। প্রতিমন্ত্রী তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে কয়েক দফায় প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করেছেন বলে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করতে সব শ্রেণির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ঘোষিত বিশাল অংকের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কাজ চলছে। দেশের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিন বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =

Back to top button