নগরজীবন

মশা নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহার ডিএনসিসি’র

আসন্ন শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগামীকাল ১৭ অক্টোবর ২০২০ শনিবার থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড Novaluron ব্যাবহার করা শুরু করবে।

এই দানাদার কীটনাশকটি একবার ব্যাবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর কীটতত্ত্ববিদ এর তত্বাবধানে এবং উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ব্যাবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানো শেষে এই কীটনাশকটি আগামীকাল মাঠপর্যায়ে ব্যাবহারের জন্য প্রয়োগ শুরু করা হবে।

এটি অত্যন্ত নিরাপদ কীটনাশক, যা শুধুমাত্র Chitin আছে এমন প্রাণীর উপর কাজ করে। ফলে লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ব্যাতিত মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এই কীটনাশক কোনো বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twelve =

Back to top button