মসজিদের সামনে নাচ, মাফ চাইতে চিত্রনায়িকা মুনমুনকে আইনি নোটিশ
মসজিদ পেছনে রেখে নাচার ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এবার চিত্রনায়িকা মুনমুনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, টাঙ্গাইলের সখীপুর পৌরশহরে স্থানীয়দের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। ভ্রমণ শেষে বাজারের মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
নোটিশে মসজিদের সামনে নাচের কর্মকাণ্ডকে ইসলাম পরিপন্থী এবং বাংলাদেশের আইনবহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মসজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য দু’টি জাতীয় দৈনিক পত্রিকায় মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, কয়েক দিন আগে টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
জানা গেছে, গত শনিবার শাইলসিন্দুর নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করে মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত স্থানীয় আল মদিনা সমবায় সমিতি। নৌকা ভ্রমণ শেষে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পলাশতলী বাজার মসজিদের পাশে নায়িকা মুনমুনের এই নাচের আসর বসানো হয়। ফেসবুকে ভাইরাল হয় ওই নৃত্যানুষ্ঠানের ছবি। এরপরই শুরু হয় প্রতিবাদ ও সমালোচনা।