নগরজীবন
মসজিদে বিস্ফোরণ: লাশের মিছিলে ফটো সাংবাদিক নাদিম
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদ্বগ্ধ ফটো সাংবাদিক নাদিম আহমেদ ফিদা ( ৩৫)
ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সোয়া ১০টার দিকে মারা গেছেন। নাদিমের ভাই হেলাল এ তথ্য জানান। এনিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ২১।নাদিম ভোরের দিগন্তের সাংবাদিক ছিলেন।
নিহতের ভাই জানান, রাতে এশার নামাজ আদায়ের জন্য তল্লা বায়তুল সালাত জামে মসজিদে যান একই মহল্লার বাসিন্দা নাদিম। বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া। তার শরীরের ৭০ ভাগের বেশি পুড়েযায়। পরে তাকে জরুরি ভাবে ঢাকা মেডিক্যালে পাঠানো হলে সেখানে রাতে মারা যান।