মসজিদে হারাম এবং মসজিদে নববীতে জুমা পড়াবেন শায়খ উসামা ও থুবাইতি
পবিত্র নগরী মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে জিলকদ মাসের দ্বিতীয় জুমআ। খুতবাহ প্রদান ও জুমআর নামাজ পড়ানোর জন্য হারামাইন কতৃপক্ষ দুইজন প্রসিদ্ধ খতিব নির্বাচন করেছে।
করোনার প্রাদুর্ভাবের এ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত হবে আজকের জুমআ। যথাযথ নির্দেশনা মেনেই দুই পবিত্র মসজিদে জুমআর খুতবাহ শুনবেন এবং নামাজ পড়বেন মুসল্লিরা।
আজ ১৮ জুন ২০২১ মোতাবেক ০৮ জিলকদ (সৌদিতে) কাবা শরিফ ও মদিনায় খুতবাহ ও জুমআর নামাজ পড়াবেন কাবা শরিফ ও মদিনার প্রবীণ দুই প্রসিদ্ধ ইমাম। হারামাইন কর্তৃপক্ষ আজকের জুমআর জন্য যাদের নির্বাচিত করেছেন, তারা হলেনঃ
★কাবা শরিফঃ
প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত।
★মসজিদে নববিঃ
প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. আব্দুল বারি আল-থুবাইতি।
মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।