Lead Newsকরোনাভাইরাসরাজনীতি
মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিলেন গাজীপুরের মেয়র
গাজীপুর সিটি করপোরেশনের যেসব এলাকায় করোনা সংক্রমণ নেই, সেসব এলাকায় আগামী শুক্রবার থেকে জুমার নামাজের জন্য সব মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখেই জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে।
গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, যেসব এলাকায় করোনা শনাক্ত হয়নি সেসব এলাকায় স্বাস্থ্যবিধি মেনে শুক্রবারের নামাজ আদায় করতে পারবে। ওই মহল্লাহগুলোতে বাইরের কেউ আসবে না আবার ভিতরের কেউ বাইরে যাবে না।
করোনা পরিস্থিতির কারণে সংক্রমণ রোধে গত ৬ এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ আদায় করার জন্য নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়।