Breakingরাজনীতি

মসজিদ-মাদরাসায়ও দলীয়করণ হচ্ছেঃ নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শুধু প্রশাসন নয়, মসজিদ-মাদরাসায়ও দলীয়করণ করা হচ্ছে।’

শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সঙ্কট : উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

নুর বলেন, ‘প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের আনুগত্য নেই এমন কাউকে বিবেচনা করা হয় না। আজ শুধু প্রশাসনে নয়, মসজিদ-মাদরাসায়ও তারা দলীয়করণ করছেন।

মাদরাসা যারা চালান তারা যদি সরকারবিরোধী মনোভাবের হন তাহলে তাকে সরিয়ে দিয়ে সরকারের অনুগত লোককে দায়িত্ব দেয়া হয়। এই যে নোংরা দলীয়করণ, এটা হঠাৎ করেই বদলাবে না। এজন্য আমাদের দরকার রাজনৈতিক ঐকমত্যের।’

আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই যে বলা হয় শুধু রাজনৈতিক দলের দায়িত্ব, দেশের নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে।

আজকের এই পরিস্থিতির জন্য আমি এবং আপনি দায়ী। বেলারুশে করোনার মধ্যে নির্বাচনে ভোট দিতে পারেনি বলে জনগণ রাস্তায় নেমে এসেছে। ২০১৪ এবং ২০১৮ সালে এরকম নির্বাচন হয়েছে এই দেশে। আমাদের জনগণ কিছুই করেনি।’

এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে- বলেন নুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 13 =

Back to top button