‘মহাত্মা’ উপাধিতে ভূষিত হলেন বঙ্গবন্ধু
লেখক, গবেষক ও সাংবাদিক তাকী জোবায়ের তার ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ উন্নয়ন ভাবনা’ গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘মহাত্মা’ উপাধিতে ভূষিত করেছেন।
১০১৬ পৃষ্ঠার এই সুবিশাল গবেষণা গ্রন্থের প্রথম ভাগে লেখক বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের ওপর আলোকপাত করে বঙ্গবন্ধুকে ‘মহাত্মা’ উপাধি দিয়েছেন এবং এর যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন।
গ্রন্থের দ্বিতীয় ভাগে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামলের ওপর বিস্তারিত দালিলিক বর্ণনা দিয়েছেন।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জয়তী।
রাজধানীর একটি চার তারকা হোটেলে সম্প্রতি বইটির প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন।
এই গ্রন্থ প্রণয়নে লেখক বঙ্গবন্ধুর শাসনামলে প্রকাশিত দেশী-বিদেশী বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনে প্রকাশিত তথ্য, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন দলিলপত্র, বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন এমন ব্যক্তিদের সাক্ষাৎকার ও বিদেশী বিভিন্ন গবেষণাপত্রের তথ্য-উপাত্ত ব্যবহার করেছেন।
সূত্র : বাসস