মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি, সরাইলে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অশ্লীল মন্তব্য করায় সরাইলের অভিদাস রনি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। রনি দাস বাদে অরূয়াইল গ্রামের জহরলাল দাসের ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার অরূয়াইলে এ ঘটনা ঘটার পর প্রথমে রনির বাবা জহরলাল দাসকে আটক করা হয়।
পরে গভীর রাতে পুলিশ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় রনিকে। ফলে অরূয়াইলের পরিবেশ এখন শান্ত। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সামজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছিল এরকম- ‘গোলাপে এত সুগন্ধ কেন? নবীজির এক ফোটা ঘাম মোবারক পড়েছিল তাই।’
ওই পোস্টে অভিদাস তার ফেসবুক আইডি থেকে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরূচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেন। বিষয়টি সেখানকার মুসলমান সম্প্রদায়ের লোকজনের নজরে আসে। ফলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রনির বিরুদ্ধে মিছিলও হয়। ওই মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও আলেম ওলামাসহ ৩ শতাধিক লোকঅংশ গ্রহণ করে। জেলা পুলিশ সুপার বিষয়টি জেনে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। গতকাল সন্ধ্যার পরই রনির বাবা জহরলাল দাসকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ রনির অবস্থান নিশ্চিত করে।
পুলিশ সুপার মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত রফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ এএমএম নাজমুল আহমেদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
প্রথমে কুমিল্লার লাকসাম ও পরে ঢাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। মহানবী (সা:) কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী রনি গ্রেপ্তারের খবরে সরাইলসহ গোটা সরাইলে স্বস্থ্যি ফিরে আসে। রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সরাইল থানায় মামলা হয়েছে।
পাকশিমুল মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউল্লাহ রনি গ্রেপ্তারের খবরে সন্তুষ্ট হয়ে এক সভায় বলেন, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। রনির কাজটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনায় এখানকার মুসলমানদের ক্ষোভ প্রশমিত হয়েছে।
ইনশাল্লাহ আর কোন আন্দোলন হবে না। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টদাতা রনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোটা সরাইলবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছেন।