করোনাভাইরাসের মহামারী সামলে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্যবিভাগে যে বদলি করা হয়েছে তা নিয়মিত প্রক্রিয়ার অংশ। মহাপরিচালক আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করোনার শতভাগ চিকিৎসা দেয়ার চেষ্টা চলছে।
বিদেশে চিকিৎসা করানোর ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের মনোভাবের সমালোচনা করেন তিনি। স্বাস্থ্যবিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান অধিদপ্তরের মহাপরিচালক।