Lead Newsআন্তর্জাতিক

মহাসাগরীয় অঞ্চলে স্নায়ুযুদ্ধ নিয়ে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি

বিশ্বের শীর্ষ পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্নায়ুযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে স্নায়ুযুদ্ধ যুগের উত্তেজনা মেনে নেয়া হবে না।

গতকাল বুধবার দেয়া রেকর্ডকৃত এক বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন, অ্যাপেকের সম্মেলনের ফাঁকে এক বৈঠকে শি জিনপিং বলেন, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শিক সীমারেখা টানা বা ছোট বৃত্ত তৈরির প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। এই অঞ্চল স্নায়ুযুদ্ধের যুগের সংঘাত ও বিভাজনের মুখে পতিত হতে পারে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আগামী সপ্তাহে ভার্চ্যুয়াল বৈঠকে বসার আগে মূলত তাইওয়ান নিয়ে কড়া অবস্থানের জানান দিলেন চীনা প্রেসিডেন্ট। বেইজিংয়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের নেতৃত্বে চার দেশীয় কোয়াড গঠিত হয়েছে। ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে করা এই জোট দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

এর আগে গত মঙ্গলবার চীনা সামরিক বাহিনী বলেছিল, মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা তাইওয়ান সফর করার পর যুদ্ধ প্রস্তুতিমূলক টহল দিয়েছে তাদের সেনারা। এবার দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে সপ্তাহব্যাপী অ্যাপেকের শীর্ষ সম্মেলনের সময় স্নায়ুযুদ্ধের হুঁশিয়ারি এলো। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এই সম্মেলনে ২১টি সদস্য দেশের প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে অংশ নিয়েছেন। খবর রয়টার্স ও সিনহুয়ার।

প্রসঙ্গত, তাইওয়ানকে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল দাবি করে আসছে চীন। অপরদিকে, তাইওয়ান নিজেদের সার্বভৌম হিসেবে দাবি করে আসছে। এ অবস্থায় তাইওয়ানের পক্ষ নিয়েছে পশ্চিমা দেশগুলো। তারা তাইওয়ানকে কূটনৈতিকসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্যান্য সহযোগিতা দিয়ে আসছে। এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে চীন বলেছে, ‘বিচ্ছিন্নতাবাদী’দের ‘উপযুক্ত শাস্তি’ দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =

Back to top button