Lead Newsআন্তর্জাতিক

মাত্র দুই ঘন্টার যুদ্ধে অষ্টম প্রদেশ দখলে নিলো তালেবান

তালেবান যোদ্ধারা আরও একটি প্রদেশের রাজধানী দখলে নিয়েছে। এ নিয়ে গেলো শুক্রবার থেকে আফগানিস্তানের মোট আটটি প্রাদেশিক রাজধানীর পতন হলো তালেবানদের হাতে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বিষয়টি সুনিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, “গেলো মঙ্গলবার বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এ নিয়ে মোট আটটি প্রদেশের দখল নিলো তালেবান। এদিনই নেয়া হয় ফারাহ প্রদেশের রাজধানী। ”

পুল-ই-খুমরির একজন সেনা কর্মকর্তা এবং পার্লামেন্টের একজন সদস্য এএফপিকে বলেন, “মঙ্গলবার কাবুলের ১২৫ মাইল উত্তরে অবস্থিত বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখলে নেয় তালেবান।”

সংসদ সদস্য মামুর আহমাদজাই বলেন, “দুই ঘণ্টার লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরাজিত হয়ে পালিয়ে যায়।”
ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার বলেন, “মঙ্গলবার বিকেলে তালেবানের সদস্যরা ফারাহ শহরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সামান্য সংঘর্ষ হয় তাদের। এর পর তারা গভর্নরের কার্যালয় এবং পুলিশ হেডকোয়ার্টার দখলে নেয়।
সংসদ সদস্য আবদুল নাসরি ফারাহি বলেন, তালেবান প্রদেশের কেন্দ্রীয় কারাগার দখলে নিয়েছে।”

ফারাহ হচ্ছে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যার দখল নিল তালেবান। এর আগে গত শুক্রবার তালেবান নিমরোজ প্রদেশের রাজধানীর দখল নেয়।

এর আগে সামানগান, নিমরোজ, জাওযজান, কুন্দুজ, সার-ই-পুল ও তাখার প্রদেশের প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 11 =

Back to top button