Lead Newsআইন ও বিচার
ধর্ষণ মামলায় দেশে এই প্রথম ৫ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদ্রাসা ছাত্রীক দলবদ্ধ ধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে এ রায় ঘোষণা করেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ সংক্রান্ত অধ্যাদেশে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ধর্ষণ মামলায় দেশে এটাই কোনো মৃত্যুদণ্ডাদেশ দিলেন আদালত।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- সাগর চন্দ্র, সুজন মনি রিশি, রাজন, সঞ্জীত এবং গোপী চন্দ্র শীল। এদের মধ্যে সঞ্জীত এবং গোপী চন্দ্র কারাগারে থাকলেও বাকিরা পলাতক।
উল্লেখ্য, ২০১২ সালে টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক মাদ্রাসা শিক্ষার্থী।