মানবিক বিবেচনায় বিডিআর বিদ্রোহ’র ৬ কর্মচারীর জামিন আবেদন
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানী নিউমার্কেট থানায় করা মামলায় মানবিক বিবেচনায় বিডিআরের ছয় বেসামরিক কর্মচারীর জামিন আবেদন করা হয়েছে।
তারা হলেন- পাচক সেলিম মিয়া, আব্দুল করিম, শরিফুল ইসলাম, ঝাড়ুদার আব্দুল বারী রুবেল, রাখাল বারেকুজ্জামান ও ডব্লিউ/বি ০৮ ওয়ার্ড বয় আব্দুস সালাম। এরা বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় বেসরকারি কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (ভার্চুয়াল কোর্ট) কে এম ইমরুল কায়েশের আদালতে এ আবেদন করেন তাদের আইনজীবী ফারুক আহম্মেদ। এ বিষয় শুনানির বিষয় এখনো দিন ধার্য হয়নি বলে জানিয়েছেন আইনজীবী ফারুক আহেম্মদ।
তিনি বলেন, মামলার আসামিরা দীর্ঘদিন ধরে জেলহাজতে আবদ্ধ। আসামিরা বিডিআর বিদ্রোহের হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো আপিলও নেই। তাদের ঘটনার বিষয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই। এমনকি তাদের নামও কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেনি। দেশের এই পরিস্থিতিতে আসামিদের মানবিক বিবেচনায় জামিন আবেদন করেছি।