বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকত কক্সবাজারে এশিয়ার সর্ববৃহৎ সামুদ্রিক প্লাস্টিক স্ট্যাচু তৈরি করা হয়েছে। আর এ প্লাস্টিক দানবটি তৈরি করতে প্রায় ২০ বস্তা পরিত্যক্ত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ প্লাস্টিকগুলো কক্সবাজার ও সেন্টমার্টিন সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা হয়। স্ট্যাচুটির উচ্চতা ৩৮ ফুট ও প্রস্থ ১৪ ফুট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী আবির কর্মকারের পরিকল্পনায় প্রায় ১৩ জন স্বেচ্ছাসেবক ও ৪ জন কাঠমিস্ত্রি নিয়ে এই প্লাস্টিক স্ট্যাচুটি তৈরি করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যানন্দ এই স্ট্যাচু তৈরি করেছে মূলত প্লাস্টিক ব্যবহারে মানুষকে সচেতন করতে। এর পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপে তৈরি করা হয়েছে একটি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। সেখানে নিদিষ্ট পরিমাণ প্লাস্টিকের বিনিময়ে কেনা যাবে চাল, ডাল, আলু, মাছ-মাংস সহ আরো নিত্যপ্রয়োজনীয় জিনিস।
সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশবান্ধব এই উদ্যোগের কারণে অনেকটাই প্লাস্টিক মুক্ত হয়েছে সেন্ট মার্টিনের কিছু এলাকা।