মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। নিউইয়র্কের ম্যানহাটনে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ জানান।
কয়েক মাস ধরে অসুস্থ থাকলেও তা প্রকাশ করা হয়নি বলে পারিবারিক সূত্রের বরাতে জানায় সিএনএন। রবার্ট কী রোগে ভুগছিলেন, তাও জানা যায়নি। অবস্থার অবনতি হলে শেষ দিকে এসে গত শুক্রবার অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে যান ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনেও ভাইয়ের অসুস্থতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কিছু বলেননি।
প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাসিনো ব্যবসার দেখভাল করতেন ছোট ভাই রবার্ট। ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন ৭১ বছর বয়সী রবার্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার রাতে বিবৃতিতে বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ রাতে মারা গেছে। সে শুধুই আমার ছোট ভাই ছিল না। সে আমার একজন ভালো বন্ধুও ছিল। তাঁকে অনেক মিস করব বটে। তবে একসময় আমরা আবার মিলিত হবো।’