মার্কিন ড্রোন তাড়িয়ে দিলো ইরান সেনাবাহিনী
ইরানের সেনাবাহিনীর সামরিক মহড়া ‘জোলফাগার ১৪০০’ চলাকালীন দুটি মার্কিন ড্রোনকে বাঁধা দিয়েছে।
ড্রোন দুটি হল এমকিউ-৯ ও আরকিউ-৪। ড্রোন দুটি এফআইআর ও এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) এলাকায় প্রবেশ করার চেষ্টা করে।
ইরানের সেনা সদস্যরা ড্রোন দুটিকে বাঁধা দেয়। পরে পথ পরিবর্তন করে এই ট্রান্স-আঞ্চলিক ড্রোনগুলো ইরান সীমান্তের দিকে চলে যায়।
খবরে বলা হয়, সামরিক মহড়ার শুরু থেকেই আন্তঃআঞ্চলিক বাহিনী বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে ছিল। ইরানের সামরিক মহড়ার ব্যাপারে ওই ড্রোন দুটি তথ্য সংগ্রহে লিপ্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।
সোমবার, ৮ নভেম্বর, সেনাবাহিনীর নেতৃত্বে ইরানের যৌথ সামরিক মহড়াটি শুরু হয়। মহড়ার উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দ্বারা দেশের আকাশসীমা ও দেশের দক্ষিণাঞ্চলে সাধারণ প্রশিক্ষণ এলাকা পর্যবেক্ষণ করা। একইসঙ্গে প্রতিকূল লক্ষ্যবস্তু মোকাবেলা করাও এ মহড়ার লক্ষ্য।
সূত্রঃ এমইএইচআর নিউজ।