আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন : কলোরাডোয় ইমানের বিজয়

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পেয়েছেন ফিলিস্তিন বংশোদ্ভূত ইমান জোদেহ। জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে কলোরাডো অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী রবার্ট এনড্রিউসকে হারিয়ে তিনি মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ হিসেবে জয় পেয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।

টুইটার অ্যাকাউন্টে বুধবার জয়ের খবর জানিয়ে সমর্থকদের উদ্দেশে ইমান জোদেহ বলেন, ‘আমি পেরেছি। আমি সবার জন্য স্বপ্নের আমেরিকা বিনির্মাণে নিজেকে নিয়োজিত করব। আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, ফিলিস্তিনি আমেরিকান হিসেবে গর্বিত। আমি আমেরিকার নতুন প্রজন্ম। আর আমি আমার কলোরাডো রাজ্যে যাদের প্রতিনিধি হিসেবে কাজ করব আমার সেই কমিউনিটি ও জনগণের জন্য গর্ববোধ করছি। এখন আমার কাজের সময়।’

ইমানের এক সমর্থক টুইটবার্তায় বলেন, ইমান জোদেহ এমন একজন ডেমোক্র্যাট যিনি কলোরাডো অঙ্গরাজ্যের হাউজ ডিস্ট্রিক্ট ৪১-এর ইতিহাসে প্রথম কোনো মুসলিম আইনপ্রণেতা। 

এর আগে ফিলিস্তিনি আমেরিকান হিসেবে পুনরায় জয় পেয়েছেন মিশিগানের রাশিদা তালিব। এ ছাড়া মুসলিম নারী হিসেবে মিনেসোটা থেকে কংগ্রেসে নির্বাচিত হয়েছেন ইলহান ওমর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Back to top button