জাতীয়
মালদ্বীপ থেকে ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ
উপহার হিসেবে বাংলাদেশকে দুই লাখ এক হাজার ছয় শ’ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে মালদ্বীপ।
এ উপলক্ষে বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হস্তান্তর করা এই টিকাগুলো কাতার এয়ারওয়েজের ফ্লাইট যোগে দোহা হয়ে শুক্রবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে।
সূত্র : ইউএনবি