মালয়েশিয়ার এমপিকে জাকির নায়েকের আল্টিমেটাম
মালয়েশিয়ার সংসদ সদস্য (এমপি) চার্লস সান্টিয়াগোকে আইনি নোটিশ পাঠিয়েছেন ইসলামি বক্তা জাকির নায়েক। জাকির নায়েকের বিরুদ্ধে লঙ্কান বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগারস অব তামিল এলামের সদস্যদের গ্রেপ্তারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনেন চার্লস। এ ধরনের অভিযোগকে মানহানিকর বলে উল্লেখ করে ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাকির, খবর মালয়েশিয়াকিনি।
গত সোমবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক সম্মেলনে চার্লস সান্তিয়াগো বলেন, লঙ্কান বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগারস অব তামিল এলামের সদস্যদের গ্রেপ্তারের সঙ্গে জাকির নায়েকের সম্পৃক্ততা রয়েছে।
তার এ ধরনের মন্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করে বুধবার (২৭ নভেম্বর) আল্টিমেটাম দিয়েছেন জাকির নায়েক। এ ব্যাপারে চার্লসের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
নোটিশে বলা হয়েছে, ওই বক্তব্যে জাকির নায়েকের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। একজন সংসদ সদস্যের কাছে এ ধরনের বক্তব্য কখনোই কাম্য নয়। চার্লসকে অবশ্যই তার দোষ স্বীকার করতে হবে। আর মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে জাকির নায়েকের কাছে। আর সেটা করতে হবে নোটিশ হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে।
জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে। তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি।