মালয়েশিয়ায় অর্ধেকের বেশি করোনা রোগী সুস্থ
মালয়েশিয়ায় ধীরে ধীরে কমে আসছে করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যেই দেশটিতে আক্রান্ত রোগীদের অর্ধেকের বেশিই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন। বৃহস্পতিবার আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-এর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ তথ্য জানান।
হিশামুদ্দিন বলেন, মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৩২ জন। এদের মধ্যে ৩ হাজার ৪৫২ জনই সুস্থ হয়ে উঠেছেন।
দেশটিতে করোনায় আক্রান্তের হার মাত্র ১ দশমিক ৬ শতাংশ বলেও জানান তিনি।
বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাসখানেক আগে গত ২৬ মার্চ আমরা একদিনে ২৩৫টি মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম, যা মালয়েশিয়ায় সর্বোচ্চ রেকর্ড। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, গত পাঁচদিন ধরে আমাদের নতুন রোগী শনাক্ত দুই অংকের ঘরে রয়েছে।.
তিনি বলেন, আমি স্বীকার করছি, এই সংখ্যাগুলো আশাব্যঞ্জক। তবে বিজয়ের পুরো মর্ম শুধু এই পরিসংখ্যান দেখে বোঝা যাবে না।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, মালয়েশিয়ায় এ পর্যন্ত অন্তত ৯৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। সূত্র: আল জাজিরা