Lead Newsক্রিকেটখেলাধুলা

মাশরাফির খেলা না খেলার সিদ্ধান্ত জানাবেন পাপন

দেশের ক্রিকেটে এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর। বয়সের কাঁটা ৩৬ ছুঁয়েছে গতবছর, ফিটনেসও নেই আগের মতো। তবে মাশরাফি খেলেছেন সবশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু তিনি বুট জোড়া তুলে রাখবেন কবে?- এ প্রশ্নের উত্তর জানতে উন্মুখ অনেকেই।

গেল বছর ইংল্যান্ড বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। কিন্তু বিশ্ব আসরের পর আর খেলা হয়নি মাশরাফির। এখনো ক্রিকেট থেকে অবসর নেননি। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্ত্রীয় চুক্তি থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছেন এই অধিনায়ক।

তাই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকবেন কি না তা নিয়ে ভক্ত মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তার খেলা না খেলা নিয়ে বিসিবির নাজমুল হাসান পাপনের সঙ্গে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন পরিচালক আকরাম খান।

সংবাদমাধ্যমের বরাতে আকরাম খান বলেন, ‘ওয়ানডের স্কোয়াডও আমরা ইনশাআল্লাহ ২২-২৩ তারিখের দিকে দেব। মাশরাফি কিন্তু আমাদের লিজেন্ড। দেশের সবচেয়ে সফল অধিনায়ক। স্কোয়াডে থাকার বিষয়টি আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত দেবে। কারণ এটা আমার মনে হয় ওকে সম্মান দেখানোর সবচেয়ে সেরা পথ। তাই এই বিষয়ে বসে মনে হয় সিদ্ধান্ত নেবে। মানে ও কি খেলতে চায়, নাকি চায় না বা চালিয়ে নিতে চায় কি, চায় না।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফির না খেলার সিদ্ধান্ত আসলেও বিকল্প ভেবে রেখেছে বোর্ড। সে ক্ষেত্রে অধিনায়কত্বে আসতে পারেন সিনিয়র কারও কাঁধে।

আকরাম বলেন, ‘যদি ও খেলে ওটাতে কোনো প্রশ্ন নেই, আর যদি না খেলে তাহলে মনে করেন আপনার সিনিয়র প্লেয়ার যারা আছে ওদের থেকেই নিতে হবে কারণ যারা নতুন আসছে, জুনিয়র যারা আছে আমার মনে হয় তাদের সময় দেওয়া উচিত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 5 =

Back to top button