ক্রিকেটখেলাধুলা

মাশরাফি মাঠে যোদ্ধা ও মাঠের বাইরে ভাই, মুশফিকের হৃদয়ছোঁয়া স্ট্যাটাস

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হচ্ছে দুদলের লড়াই। এ দিয়ে অধিনায়কত্বের ক্যারিয়ারে ইতি টানছেন মাশরাফি বিন মুর্তজা। এর পর আর নেতা হিসেবে মাঠে দেখা যাবে না তাকে। বৃহস্পতিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

স্বভাবতই সতীর্থসহ পুরো দেশ শোকে মুহ্যমান। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের পেজে বাংলাদেশ ক্রিকেটে তার অবদানের কথা তুলে ধরছেন প্রত্যেকেই। ব্যতিক্রম নন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড পেজে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে মিস্টার ডিপেন্ডেবল মুশি লিখেছেন– মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে একজন ভাই… আমার ও আমাদের দলের হয়ে খেলা প্রত্যেক ক্রিকেটারের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। কী কিংবদন্তি নেতা, আপনার অধিনায়কত্বে খেলতে পেরে আমি ভাগ্যবান। আপনার নেতৃত্ব মিস করবে-এমআর ১৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

Back to top button