মাসে ৪.৫১ লাখ টাকা ফ্ল্যাট ভাড়া দিতে হতো সুশান্তকে
সুশান্ত সিং রাজপুত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তার মৃত্যুর পর থেকে হইচই শুরু হয়ে গিয়েছে গোটা বলিউড জুড়ে।
লকডাউনের মধ্যে সুশান্ত সিং রাজপুতের অর্থনৈতিক টানাপোড়েন চলছিল বলে বেশ কয়েকটি সূত্রে খবর প্রকাশ করা হয়। কিন্তু জুম টিভির খবর অনুযায়ী সামনে আসে অন্য তথ্য।
জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের ব্যান্দ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নেন সুসান্ত সিং রাজপুত। ব্যান্দ্রার চার্টার রোডের ওই অ্যাপার্টমেন্টে প্রায় সাড়ে চার লক্ষ ভাড়া গুনতেন সুশান্ত প্রতি মাসে।
শুধু তাই নয়, ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য সুশান্ত প্রথমেই ১২ লক্ষ ৯০ হাজার নগদ জমা করেন বলে খবর। ২০২২ সাল পর্যন্ত ব্যান্দ্রার ওই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিকের সঙ্গে চুক্তি ছিল সুশান্ত সিং রাজপুতের। ৪ বেডরুমের ওই ফ্ল্যাটে যে বিলাসবহুল জীবনযাপন করতেন সুশান্ত সিং রাজপুত, তা বেশ স্পষ্ট।
ফলে কোনও আর্থিক টানাপোড়েন নয়, মানসিক অবসাদের জেরেই সুশান্ত সিং রাজপুত মাত্র ৩৪-এ আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু সুশান্তের আত্মীয় এটাকে খুন হিসেবে প্রশ্ন তুলেছেন।