Lead Newsজাতীয়

মাস্ক ছাড়া সেবা মিলবে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে

মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি অফিসে সেবা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

তিনি বলেন, “মাস্ক পরা বাধ্যতামূলক। সব অফিসে সাইনবোর্ড আকারে নির্দেশ দিতে হবে ‘নো মাস্ক, নো সার্ভিস’।

তিনি জানান, শুরু থেকেই যথাযথ প্রস্তুতি নিয়েছিল সরকার। পরিকল্পনা ছিল যথাযথ। কার্যক্রমগুলোর ক্ষেত্রেও তাই। ফলে ভাইরাসটি মোকাবিলা করা যাচ্ছে সহজে। একইসঙ্গে টিকা সংগ্রহেও সরকারি-বেসরকারি তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের সংশোধিত খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৮ই নভেম্বর বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি বিশেষ ভাষণ দেবেন। ভাষণে বঙ্গবন্ধুর জীবনের আলোকপাতসহ কোভিড-১৯ এ সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Back to top button