মিডিয়া নিয়ে ভিপি নূরের যে স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার (অক্টোবর ১৬) গণমাধ্যম নিয়ে বেশ কৌতূহলোদ্দীপক এক লম্বা স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু’র সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর। তাঁর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বলে জানা গেছে।
সম্প্রতি তাঁর বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর বর্জনের ডাক দেয়ার পর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতাদের তীব্র প্রতিক্রিয়া দেখাবার প্রেক্ষিতে তিনি এই স্ট্যাটাস দেন বলে জানা গেছে।
“গণমাধ্যমের স্বাধীনতার সংকট কিছু সাংবাদিকদের দালালি!” শীর্ষক এই পোস্টে বিভিন্ন সময়ে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিক নেতাদের নেতৃত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এছাড়া নূর বলেন, “প্রধানমন্ত্রী যখন দেশের বহুল প্রচারিত দু’টি পত্রিকা -প্রথম আলো ও ডেইলি স্টার নিয়ে সংসদে বিরূপ মন্তব্য করে, প্রধানমন্ত্রী-পুত্র জয় যখন প্রথম আলো বর্জনের ডাক দেয়, এই সরকার যখন ‘চ্যানেল ওয়ান’, ‘দিগন্ত’ , ‘ইসলামিক টিভি’, ‘আমার দেশ’ বন্ধ করে হাজার হাজার গণমাধ্যমকর্মীর জীবিকা হুমকিতে ফেলে দিয়েছিলো, তখন এই তথাকথিত সাংবাদিক নেতাদেরকে সরব হতে দেখেছিলেন?”
তিনি আরও বলেন, “নিরাপদ সড়ক অান্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগের হামলায় এএফপি’র ফটোগ্রাফার, প্রথম আলোর সাংবাদিক সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন। আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিলো। তখন এই সাংবাদিক নেতাদের কোন প্রতিক্রিয়া দেখেছেন?”
নূর প্রশ্ন তোলেন, “সাংবাদিক দম্পতি সাগর-রুনি দুটি গণমাধ্যমে কর্মরত ছিলেন। সাগর-রুনি হত্যার হত্যার ৮ বছর পার হয়েছে। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে এদেরকে সোচ্চার হতে দেখেছেন? এই যে নারায়ণগঞ্জে সাংবাদিক ইলিয়াসকে কুপিয়ে হত্যা করা হয়েছে! ইলিয়াস হত্যার বিচারের দাবিতে কোন সাংবাদিক সংগঠন বা সাংবাদিক নেতাদের প্রতিবাদ করতে দেখেছেন? গণমাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের সুরক্ষায় যদি সাংবাদিক সংগঠনগুলো জোরালো ভূমিকা নিতে না পারে! তাহলে সাংবাদিক সংগঠনগুলো বা নেতাদের কাজ কি? সাংবাদিক সংগঠনের নামে রাজনৈতিক দলের তোষামোদি করে এমপি, মন্ত্রী, সরকারের উপদেষ্টা,চ্যানেলের লাইসেন্স নেওয়া?”
পাঠকদের স্বার্থে আমরা ভিপি নূরের পোস্টটি হুবহু তুলে ধরলাম: