সম্প্রতি অভিনেত্রী মিথিলা এবং চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। যেখানে দেখা যায় সৃজিত বলছেন, একটা ব্যাপার আছে। ও (মিথিলা) আমাকে তিনটা নামে ডাকে। একটা হলো সৃজিত, একটা বু, একটা হলো আব্বু।’
ভিডিওটি নানা গ্রুপে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। যদিও ভিডিওটি কোথায় ধারণ করা সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মিথিলা।
প্রসঙ্গত, প্রেম, বন্ধুত্ব ও বিয়ে এই তিন বিষয় নিয়ে সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন তারকা যুগল অভিনেত্রী মিথিলা এবং চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব। আগে না হলেও বিয়ের পর থেকে একসঙ্গেই দুজনের দেখা মেলে এখন।