Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

মিয়ানমারে সহিংসতা ও করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছে জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও সে দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

আগামি বৃহস্পতিবার রুদ্ধদ্বার ওই বৈঠিকটি হতে যাচ্ছে। জানা গেছে, ব্রিটেনের অনুরোধে বৈঠিকটি হচ্ছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত সুইজারল্যান্ডের নাগরিক ক্রিস্টিন শ্রানার বার্জেনার সেই বৈঠকে নিজের মতামত তুলে ধরার কথা রয়েছে।

এদিকে গত এপ্রিল মাসের শেষের দিকে মিয়ানমার সরকারের একজন স্বাস্থ্যকর্মী এবং তার গাড়ির চালক হামলার শিকার হন। রাখাইন রাজ্য থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়ে ফিরছিলেন তারা। ওই সময় তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং ওই সময় তাদের মারপিট করা হয়। এতে গাড়ি চালক মারা যান।

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরাস এই হামলার তীব্র নিন্দা জানান। বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দোষীদের বিচারের অনুরোধও করেছেন তিনি।

এর আগে সর্বশেষ মিয়ানমার নিয়ে বৈঠকের কথা ছিল ফেব্রুয়ারিতে। তবে চীন বরাবরই মিয়ানমারের পক্ষে থেকে বাগড়া দিচ্ছে।

মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের সর্বশেষ বৈঠক হয়েছিল ফেব্রুয়ারিতে। কিন্তু চীন বরাবরই মিয়ানমারকে সমর্থন করে। সে কারণে দেশটির বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপের বিরোধিতা করে ১৫ সদস্য দেশের যৌথ বিবৃতি গ্রহণকে বাধা দিয়েছিল চীন। সূত্র : এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Back to top button